মোবাইল ফোন দেখে তারাবি নামাজ পড়লেন হাফেজ!

অনলাইন ডেস্ক

বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডর বায়তুল আনোয়ার জামে মসজিদে মোবাইল দেখে তারাবি নামাজ পড়ানোর ঘটনা ঘটেছে। এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে মসজিদ কর্তৃপক্ষ জাকির হোসেন নামের ওই হাফেজকে বাদ দিয়েছেন। পরে নতুন একজন হাফেজ দিয়ে নামাজ পড়ানো শুরু করেছে মসজিদ কমিটি।

এলাকার একাধিক মুসল্লি জানান, মসজিদের হাফেজ জাকির হোসেন মোবাইল ফোন দেখে দেখে তারাবি নামাজ পড়ান। বিষয়টি জানতে পেরে তাকে মসজিদ ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়। অনেকেই ক্ষোভের সঙ্গে বলেন, রমজানের পবিত্র তারাবি নামাজ যদি মোবাইল দেখে দেখে পড়ান সেটা মুসল্লিদের জন্য লজ্জাজনক।

বায়তুল আনোয়ার জামে মসজিদের মুসল্লি হাফিজ সাংবাদিকদের বলেন, বিষয়টি দ্বিতীয় রমজানের রাতে তারাবি নামাজের সময় অনেকেরই চোখে পড়ে। পরে তৃতীয় রমজানের রাতে হাফেজ জাকির হোসেনের মোবাইল দেখে দেখে তারাবির নামাজ পড়ানোর দৃশ্য মসজিদের পাশে দাঁড়িয়ে ভিডিও করে এলাকাবাসী। ভিডিওটি ভাইরাল হলে ঘটনাটি সবার নজরে আসে।
তবে এ ঘটনা নিয়ে অভিযুক্ত হাফেজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মসজিদের ইমাম ফারুক গণমাধ্যমকে বলেন, হাফেজের মোবাইল দেখে দেখে তারাবির নামাজ পড়ানোর বিষয়টি সত্যি। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাকে বাদ দেওয়া হয়েছে। তারাবির নামাজের জন্য হাফেজ নিয়োগের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি করা হয়নি। হাফেজ নিয়োগের সময় ইন্টারভিউ বোর্ডে ৮/১০ জন উপস্থিত ছিলেন। সেখান থেকে মেধার মূল্যায়নে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights