মোরেলগঞ্জ ও শরণখোলায় আশ্রয়ণ প্রকল্পের ১ হাজার পরিবার পেল ঈদ বস্ত্র
মোরেলগঞ্জ প্রতিনিধি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ১ হাজার পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এসব ঈদ বস্ত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান, ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, হুমায়ুন কবির মোল্লা, আওয়ামী লীগ নেতা শহিদুজ্জামান সাবু, যুবলীগ নেতা অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ ও কাউন্সির মো. সুজন শেখ এ সময় উপস্থিত ছিলেন।