ম্যাচ সেরা হয়ে যা বললেন মিরাজ

অনলাইন ডেস্ক
বহুদিন পর ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি আর বল হাতেও উইকেট শিকার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামটা স্মরণীয় হয়ে থাকল মেহেদী হাসান মিরাজের কাছে। এশিয়া কাপের `ডু অর ডাই’ ম্যাচে এমন দারুণ পারফর্ম নিশ্চয়ই যেকেনো ক্রিকেটারকেক গর্বিত করবে।

ম্যাচ সেরা মিরাজও তাই উৎফুল্ল। পুরস্কার নিতে এসে প্রতিক্রিয়ায় বললেন, ‘খুবই খুশি। টিম ম্যানেজমেন্ট আমার ওপর বিশ্বাস রেখেছিল বলে আমি আজ ভালো খেলেছি।’

গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ছিল রানে ভরপুর। বাউন্ডারি ছিল ছোট। সেই সুযোগ কাজে লাগানোর তৃপ্তি মিরাজের, ‘এটা বেশ ভালো উইকেট ছিল। বল ব্যাটে খুব ভালো ভাবে আসছিল। শান্ত ও আমার দারুণ জুটি ছিল। সে টানা দুই ম্যাচে ভালো খেলেছে। সে প্রান্ত বদল করেছে খুব ভালোভাবে।’
ব্যাট হাতে ১১৯ বলে ১১২ রান করেও আউট হননি মিরাজ। রিটার্ড হার্ট হিসেবে মাঠ ছেড়েছেন। মিরাজ শান্তই টাইগারদের বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করেছে।

বল হাতেও মিরাজ ৫.১২ ইকোনোমিতে ৮ ওভার বল করে নিয়েছেন এক উইকেট। আর এই অবদানের স্বীকৃতিস্বরূপ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

আফগানদের ৩৩৫ রানের টার্গেট দিয়েছিল টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে রশিদ খানরা অলআউট হয়েছে ২৪৫ রানে। ৮৯ রানের বড় ব্যবধানে জয় পেয়ে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো সাকিব আল হাসানের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights