ম্যাজিক ফিগার ছাড়িয়ে বিশাল জয় ট্রাম্পের

অনলাইন ডেস্ক

এবার মার্কিন প্রেসিডেন্ট হতে ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোটকে ছাড়িয়ে গেছেন তিনি। উইসকনসিন অঙ্গরাজ্যে ১০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে আলাস্কায় পেয়েছেন আরও তিনটি। এ নিয়ে মোট ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প যখন নিজেকে বিজয়ী ঘোষণা করেন তখন তিনি আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পাননি। তখন ম্যাজিক ফিগার (২৭০) থেকে ছিলেন চারটি ভোট দূরে, অর্থাৎ সে সময় তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ছিল ২৬৬।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights