যমুনার দিকে যাত্রা করা গণঅভ্যুত্থানে আহতদের পুলিশের বাধা
অনলাইন ডেস্ক
উন্নত চিকিৎসাসহ দাবি আদায়ে দিনব্যাপী অবস্থান শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের বাধায় পড়েছেন জুলাই আন্দোলনে আহতরা।
রবিবার সাড়ে ৭টার পর রাজধানীর ভিআইপি সড়কে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ।
এর আগে, বেলা ১১টা থেকে রাজধানীর শ্যামলীতে মিরপুর রোড অবরোধ করেন আহত আন্দোলনকারীরা। এরপর সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী রোড ছেড়ে দিলে সেখানে যান চলাচল শুরু হয়।
আহতদের ৭ দাবি হলো, ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার; ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার; আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন; আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন; আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে; আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে; আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।