যাত্রাবাড়ীতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৩

v অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলেন- ইয়ামিন ভুঁইয়া, মো. ইব্রাহিম ও মাসুদ রানা। তাদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
ভিকটিম আনোয়ার হোসেন একজন কলেজছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালিবাজারে স্বর্ণের ব্যবসা করেন। সোমবার বিকালে নারায়ণগঞ্জ হতে রাজধানীর বংশাল তাঁতি বাজারে স্বর্ণ-রূপা কেনার জন্য রওনা হন।

উপ-পুলিশ কমিশনার বলেন, পথিমধ্যে তার চাচাতো ভাইয়ের নিকট হতে স্বর্ণ-রূপা কেনার জন্য দুই লাখ টাকা নেন। পরে শনিরআখড়া থেকে রিকশা করে সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রাবাড়ী থানার মৃধা বাড়ি স্ট্যান্ডে পৌঁছালে একটি সিএনজি রিকশাটির গতিরোধ করে। তাৎক্ষণিক সিএনজি থেকে তিনজন লোক রিকশা চালককে মারধর করে ভিকটিমকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে সিএনজি অটোরিকশায় তুলে নেন। সিএনজি অটোরিকশায় ভুক্তভোগীকে ভয় দেখিয়ে পকেটে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেন তারা। অটোরিকশাটি মৃধা বাড়ি স্ট্যান্ড হতে সন্ধ্যায় কোনাপাড়া বাসস্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এলে জ্যামে পড়ে। তখন ভুক্তভোগীর মুখের কাপড় সরে গেলে পুলিশের টহল দল দেখে চিৎকার করতে থাকেন। টহল টিম অটোরিকশার কাছে এলে ভুক্তভোগী আনোয়ার হোসেনকে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে জনসাধারণের সহায়তায় যাত্রাবাড়ী থানার পুলিশের টহল দলের সদস্যরা তিনজনকে গ্রেফতার করেন।

তাদের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে দস্যুতার মামলা ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু হয়েছে বলে জানান তালেবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights