যাত্রীসেবা বাড়াতে বাদিয়াখালি রেলস্টেশনের উন্নয়ন কাজ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
যাত্রীসেবা বাড়াতে গাইবান্ধার বাদিয়াখালি রেলস্টেশনের উন্নয়ন কাজ শুরু হয়েছে। রবিবার স্টেশনের যাত্রীদের বিশ্রামাগারের ছাদ ঢালাই কাজের উদ্বোধনের মাধ্যমে উন্নয়ন কাজের সূচনা করা হয়। ঢালাই কাজের উদ্বোধন করেন আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা গোলাম রব্বানী মুসা, বাদিয়াখালি ইউপি সদস্য নূরে আলম, উন্নয়ন কাজের ঠিকাদার মোশারফ হোসেন, এলাকাবাসী তাজুল ইসলাম, হোসেন আহম্মেদ সিদ্দিকী প্রমুখ।

ঠিকাদার জানান, বাদিয়াখালি স্টেশনের উন্নয়নের জন্য ২৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দ ভবনের নতুন ছাদ নির্মাণ, প্লাটফরমের উন্নয়ন, নতুন সোকল ও সেফটিট্যাংক নির্মাণসহ আনুসাঙ্গিক কাজের জন্য ব্যয় করা হবে। তিনি বলেন, কাজ শেষ হলে যাত্রীসেবার মান আরও বাড়বে।

উন্নয়ন কাজ সম্পর্কে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন যাত্রা বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেক বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে বাদিয়াখালি স্টেশনে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনটি যাত্রা বিরতি করছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত টিকিট বিক্রি করে রেলওয়ের আয় হয়েছে প্রায় ১১ লাখ টাকা। এলাকাবাসীর আন্দোলনের ফলে এই স্টেশনে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এখানে সব ট্রেন যাত্রা বিরতি করলে মানুষের যেমন উপকার হবে, তেমনি রেলের আয়ও বাড়বে। তিনি স্টেশনটির সার্বিক উন্নয়নের জন্য আরও বরাদ্দ বাড়াতে রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights