যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে চাই : মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে নগরীর একাধিক স্থানে বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বাস, মিনিবাস, হিউম্যান হলার অটোটেম্পেু, বেবিটেক্সি মালিক-চালক ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তথ্য জানান।

চসিক মেয়র বলেন, আমি যানজটমুক্ত চট্টগ্রাম গড়তে চাই। এ জন্য নগরীর বিভিন্ন প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক টার্মিনাল প্রয়োজন। প্রয়োজনে সিটি গেট, অক্সিজেন, কালুরঘাট, পতেঙ্গাসহ প্রয়োজনীয় এলাকাগুলোতে জেলা প্রশাসন, রেলওয়ে, গণপূর্ত, রোডস অ্যান্ড হাইওয়ে, চা বোর্ডসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত বা বেদখলকৃত যে ভূমি আছে, সেগুলোতে টার্মিনাল করার জন্য পদক্ষেপ নেব।

তিনি বলেন, কয়েকটা স্পট আমরা দেখেছি। ইঞ্জিনিয়াররা ভিজিট করছে বিভিন্ন এলাকা। ট্রাফিক বিভাগের সাথে আমরা বসব। বিশেষ করে অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক এবং ডিসি ট্রাফিক চারজন… টোটাল পাঁচজন নিয়ে আমাদের বসার একটা পরিকল্পনা আছে। নগরীকে যানজটমুক্ত রাখার বিষয়ে তাদের মতামতও নেব। তবে, নগরীকে যানজটমুক্ত রাখতে আমাদের যে জিনিসটি সবচেয়ে বড় দরকার সেটি হলো শৃঙ্খলা। গাড়িগুলো যত্রতত্র না দাঁড়িয়ে যাত্রী ছাউনি অথবা বাস স্টপেজে দাঁড়ালে অন্ততপক্ষে একটা শৃঙ্খলা চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights