যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে আসছে: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

অনলাইন ভার্সন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চান না এবং যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভর করেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটা জেলেনস্কির সবচেয়ে বাজে বক্তব্য। আমেরিকা এটি আর বেশি দিন মেনে নেবে না। তিনি আরও বলেন, যতক্ষণ আমেরিকার সমর্থন পাচ্ছেন, ততক্ষণ তিনি শান্তি চান না।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বৈঠকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চাইলেও ট্রাম্প ও ভ্যান্স তাকে অকৃতজ্ঞ ও অসম্মানজনক আচরণের অভিযোগে অভিযুক্ত করেন।

শান্তি আলোচনায় ইউরোপের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট ট্রাম্প

ট্রাম্প ইউরোপীয় নেতাদেরও সমালোচনা করে বলেন, তারা একপ্রকার স্বীকার করেই নিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ছাড়া রাশিয়ার বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, ‘এটি রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান প্রদর্শনের সঠিক উপায় কি?’

উল্লেখ্য, ইউরোপীয় নেতারা লন্ডনে এক জরুরি বৈঠকে মিলিত হয়ে ইউক্রেনে শান্তি রক্ষাকারী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন। তবে তারা যুক্তরাষ্ট্রের সমর্থনও চেয়েছেন, যা ট্রাম্পকে আরও ক্ষুব্ধ করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমতে পারে ইউক্রেনের জন্য

এদিকে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ট্রাম্প সোমবার তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়া সংঘাতের অবসানে আলোচনায় প্রস্তুত এবং যুক্তরাজ্যের সঙ্গে শান্তির জন্য কাজ চালিয়ে যাবে।

তবে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের জন্য সমস্ত সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনা করছে। যদিও হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights