যুক্তরাষ্ট্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা বাতিল

অনলাইন ডেস্ক
দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার একটি ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা বাতিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপি জানায়, সরকারি কর্মীদের বাসায় থেকে দাফতরিক কাজ করার (ওয়ার্ক ফ্রম হোম) সুবিধা বাতিল করে একটি নির্বাহী আদেশে সই করেছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট।

ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচদিন পূর্ণ সময় দফতরে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এই নির্বাহী আদেশের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, সরকারের নির্বাহী শাখার সব বিভাগ ও সংস্থার প্রধানেরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে বসে কাজের ব্যবস্থা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সব কর্মীর নিজ নিজ কর্মস্থলে পূর্ণ সময়ের জন্য সশরীর কাজে ফেরার ব্যবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights