যুবককে কুপিয়ে আহত করায় সাবেক যুবলীগ নেতা আটক
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলমান বিরোধের জেরে ধারালো অস্ত্রের কোপে সাফায়েত শেখ ওরফে সারাফ শেখ (৪২) নামে একজনের বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। একই সঙ্গে ওই যুবকের ডান হাতের কবজি ও দুই পা কেটে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করেছে হামলাকারীরা। এ সময় সারাফের সহোদর ফুল মিয়া শেখ (৫০), শামীম শেখ (২৭), লোকমান হোসেন (৩৫) নামে আরও তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে চাঁচুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌরুত মোল্যাকে আটক করেছে পুলিশ। আহতরা উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাতের কবজি ও পা বিচ্ছিন্ন হওয়া ওই যুবক উপজেলার চাঁচুড়ী বাজারের একটি পরিবহন কাউন্টারম্যান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি চন্দ্রপুর গ্রামের মরহুম ছলেমান শেখের ছেলে। আহত সারাফ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ও গুরুতর আহত শামীম শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদেরকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রপুর গ্রামের মহাসীন মোল্যা ও রবিউল মোল্যা গ্রুপের সঙ্গে আতাউর মৃধা ও লায়েক শেখ গ্রুপের বিরোধ চলছিল। দীর্ঘদিনের বিবাদের জেরে শনিবার সকাল সাতটার দিকে আতাউর মৃধা গ্রুপের সারাফ শেখ প্রতিদিনের মতো তার কর্মস্থল চাঁচুড়ী বাজারের ঈগল পরিবহনের টিকিট কাউন্টারে যায়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ গ্রুপের মহাসীন মোল্যা ও রবিউল মোল্যার নেতৃত্বে রকিবুল মোল্যা, বিপ্লব মোল্যা, মাছুম মোল্যা, জিহাদ মোল্যা, ইস্রাফিল মোল্যা, বায়েজিদ মোল্যা, তৌরুত মোল্যা, রিয়াদ মোল্যা, রিফাত মোল্যা, ইউপি সদস্য মাকছি সরদার, মামুন সরদার, আলিফ শেখ, মনিরুল শেখ ও জাহাঙ্গীর শেখসহ ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী রাম দা, ছ্যান দা ও দেশীয় অস্ত্র নিয়ে সারাফের ওপর হামলা চালায়। তখন সারাফ শেখ প্রাণ ভয়ে দৌড়ে নিজ গ্রামের আজোয়ার মোল্যার বাড়িতে আশ্রয় নিতে গেলে ওই বাড়ির সিড়ির সামনেই হামলাকারীরা তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া ডান হাতের কবজি ও দুই পা কেটে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এসময় হামলাকারীরা সারাফের সহোদরসহ একই গ্রুপের আরও তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার (কালিয় সার্কেল) প্রণব কুমার সরকার যুবলীগ নেতার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তৌরুত মোল্যা নামের একজনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশী অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।