যে কারণে দল ঘোষণায় দেরি আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আবারও প্রস্তুতি শুরু করতে হচ্ছে আরেকটি বিশ্বকাপের জন্য। আগামী ৮ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচ তাদের। কিন্তু সেই দল ঘোষণায় এখনও কোনো তাড়া নেই লিওনেল স্কালোনির। ব্রাজিল নেইমারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা করে দিলেও আলবিসেলিস্তেদের কেন এত দেরি?

স্কালোনির দল ঘোষণায় দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেছে দেশটির অন্যতম প্রধান সংবাদমাধ্যম দিয়ারিও ওলে। তারা জানিয়েছে, এবার নানা কারণে দল যাচাই-বাছাই করতে বেশি সময় লাগছে স্কালোনির। প্রথমত, দলে কিছু খেলোয়াড়ের চোটের শঙ্কা আছে, তাদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণা করতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ।

পাশাপাশি স্কালোনি নাকি তার ঘোষিত দলে ৫০ জনের বেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন। যেখানে বেশ কিছু খেলোয়াড় থাকবেন অনূর্ধ্ব–২৩ দলের। বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের মূলত ডাকা হচ্ছে অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতির জন্য। সেসব খেলোয়াড় কারা হবেন, সেটা ঠিক করতেই নাকি সময় লাগছে স্কালোনির।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে। বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে ম্যাচটি মাঠে গড়াবে ৮ সেপ্টেম্বর শুক্রবার ভোর সাড়ে ৬টায়। ১৩ সেপ্টেম্বর বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে।

ওলে স্কালোনির ঘোষিত দলে জায়গা পেতে যাওয়া সম্ভাব্য কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের নামও প্রকাশ করেছে।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, গেরমান পাজেল্লা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকুয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ফাকুন্দো বুয়োনানোত্তে, লুকাস ওকাম্পোস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গনসালেস, আলেসান্দ্রো গারনাচো, জিওভান্নি সিমিওনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights