যে কারণে প্রত্যাশা জাগিয়েও ফ্লপের পথে ‘জোকার টু’

অনলাইন ডেস্ক
২০১৯ সালে ‘জোকার’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহ ছবিটির দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগে ‘জোকার’ চলচ্চিত্রটির প্রথম পর্ব সারাবিশ্বের দর্শকদের মাঝে তীব্রভাবে সাড়া ফেলেছিলো। ছবিটি একদিকে যেমন ব্যবসা সফল হয়েছিলো, পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিলো। এমনকি দর্শকদের চলচ্চিত্রটি শেষ করে বের হওয়ার সময় আবেগে কান্না করতেও দেখা গেছে।

অবশেষে অপেক্ষার পালা শেষ। গত ৪ অক্টোবর মুক্তি পায় ‘জোকার’ এর দ্বিতীয় কিস্তি ‘জোকার: ফোলি আ ডিউক্স’। ছবিটির পরিচালক মার্কিন নির্মাতা টড ফিলিপস। যেহেতু এর আগের কিস্তি ব্যাপকভাবে ব্যবসা সফল ছিলো, তাই ধারণা করা হচ্ছিলো দ্বিতীয় কিস্তিও দর্শকদের মন জয় করবে। এমনকি ‘জোকার টু’র প্রচার প্রচারণায় ব্যাপকতা ছিল। ফলে দর্শকমনে আগ্রহ বাড়াটা অস্বাভাবিক ছিল না। ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশন পেয়েছিল সিনেমাটি। কিন্তু সেটা কী সম্ভব হলো?

দর্শকরা জানিয়েছেন, আকাশ সমান প্রত্যাশা জাগিয়েও ছবিটি ব্যাপক হতাশ করেছে। দর্শকদের বেশিরভাগের ভাষ্যমতে এবারের সিক্যুয়েলে তেমন কিছু নাকি দেখাতে পারেনি পরিচালক। এমনকি রটেন টমেটোর সাইটের বিশ্লেষণে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে। আর দর্শকের ভোট পেয়েছে ৩৯ শতাংশ।
অনেক দর্শকই জানিয়েছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। তবে মিউজিক ছাড়াও স্ক্রিপ্টে কোন প্রাণ ছিলো না বলে জানিয়েছেন দর্শকরা। মোটকথা, ‘জোকার’-এর সিক্যুয়েল থেকে দর্শক যা আশা করেছিলেন, তা পাননি।

তবে চলচ্চিত্রটির এন্ডিং দেখে অনেক দর্শকই পজিটিভ রিভিউ দিয়েছেন। তাঁদের মতে, ‘জোকার: ফোলি আ ডিউক্স’-এর গভীরতা অনেক বেশি। কিছু দর্শকের বোঝার ক্ষেত্রে ছবিটি একাধিকবার দেখার প্রয়োজন হতে পারে।

এখন পর্যন্ত যারা সিনেমাটি পছন্দ করেছেন, তারা মনে করছেন ইচ্ছাকৃত ভাবে সিনেমার সমাপ্তিটা এরকম করা হয়েছে। এতে দর্শক বিভক্ত হবে এবং আরও বেশি আলোচনা হবে সিনেমাটি নিয়ে।

কিন্তু দর্শকের এই হতাশার প্রভাব পড়েছে বক্স অফিসেও। হিন্দুস্তান টাইমসের খবর, মুক্তির সঙ্গেই ফিনিক্সের জোকার টু ফ্লপ। উচ্চ প্রত্যাশা থাকলেও বক্স অফিসে লড়াই চালিয়ে যাচ্ছে ছবিটি। আগের কিস্তি জোকারের চেয়ে আয় কম দেখছে জোকার-টু।

বাণিজ্য বিশ্লেষক লুইজ ফার্নান্দোর এক রিপোর্ট অনুসারে, জোয়াকিন ফিনিক্সের নেতৃত্বাধীন চলচ্চিত্রটি মুক্তির ছয় দিনের মাথায় আয় করেছে ৮১.১ মিলিয়ন ডলার। যেখানে জোকারের প্রথম পর্ব একই সময়ে আয় করেছিল ১৫০ মিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights