যে কারণে হলুদ ধোঁয়ার আস্তরণে ঢেকে গেছে স্ট্যাচু অব লিবার্টি

অনলাইন ডেস্ক

উত্তর আমেরিকার বেশ কিছু অঞ্চলের বাতাসের মান স্বাভাবিকের তুলনায় নেমে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে। কানাডায় চলমান দাবানলের কারণেই এই শঙ্কা।

দাবানলের কারণে ধোঁয়ার চাদরে ঢেকে গেছে কানাডার অন্টারিও ও কুইবেকের আকাশ। টরেন্টোর আশপাশের এলাকারও একই অবস্থা।

ধোঁয়ার সেই আস্তরণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতেও পৌঁছে গেছে। সেখানকার বাতাসও হয়ে পড়েছে অস্বাস্থ্যকর। এর অধিকাংশ ধোঁয়াই আসছে কুইবেক থেকে। সেখানে ১৬০টির মতো দাবানল চলমান।
দেখা গেছে হলুদ ধোঁয়ার আস্তরণে ঢেকে গেছে নিউইয়র্কের আইকনিক স্ট্যাচু অব লিবার্টিও। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর বলছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বাতাসের অবস্থা অস্বাস্থ্যকর পর্যায়ে। অনেক জায়গায় শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার আশঙ্কাও করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights