রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিদের মাঝে অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দুস্থ কর্মচারীদের মাঝে এক কালিন অনুদান সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি, চিকিৎসা সেবা ও সন্তানদের বিয়ে উপলক্ষে অনুদান প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর নগরীর গুপ্তপাড়াস্থ মহিলা সমিতি মিলনায়তনের এক অনুষ্ঠানের এসব অর্থ প্রদান করা হয়। রংপুর জেলা অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির উদ্যোগে এসব অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১২২ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে এককালীন ৭ লাখ ৪৬ হাজার ৬শ টাকা, ২৮ জনকে শিক্ষাবৃত্তি বাবদ ৭০ হাজার টাকা এবং দুস্থ অবসর প্রাপ্ত ৪৮ জন কর্মকর্তাকে এককালীন ৫ লাখ টাকা এবং কর্মকর্তাদের চিকিৎসা সেবা ও সন্তানদের বিবাহ উপলক্ষে ৪৬ জনকে ৭০ হ্জাার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights