রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
“কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সারা দেশের ন্যায় রংপুরেও কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রংপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর আয়কর অঞ্চলের কর অতিরিক্ত কমিশনার মোঃ মোশাররফ হোসেন । বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো: আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো: গোলাম জাকারিয়া পিন্টু। সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ।