রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
নিজস্ব প্রতিবেদক রংপুর
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের জামাত অনুষ্ঠানের জন্য ঈদগাহগুলো প্রস্তুত করা হয়েছে। এবার জেলার প্রায় পাঁচ হাজার ৯০টি মসজিদ, ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
রংপুরের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়। আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে ৯টায়।
এছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, হযরত মওলানা কেরামত আলী (রহঃ) মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে সকাল সাড়ে ৯টায়, কামালকাছনা বড় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মন্ডল পাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুড়িরহাট মাঠ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদ জামাত গুলোতে প্রাণঘাতী রোগবালাই ও বিপর্যয় থেকে মুক্তিলাভসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।