রংপুরে বিএনপি নেতা রইচ আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রইচ আহমেদ আর নেই। মঙ্গলবার সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। রইচ আহমেদ রংপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রংপুর-১ গংগাচড়া আসনের বিগত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। পরে জোটগত কারণে প্রার্থীতা প্রত্যাহার করেন। তার জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights