রংপুরে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রংপুর নগরীর মর্ডান মোড়ে গাড়ি পার্কিংয়ের চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেন। শনিবার ভোরে আশরতপুর এলাকা থেকে পুলিশ আশরতপুর কোটপাড়া এলাকার বাবু (৩৬) ও পলাশ (২৭)কে দুই জনকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়ি পার্কিংয়ের চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে ২০২৩ সালের ১১ আগস্ট রাতে ১৫নং ওয়ার্ড যুবলীগের আহŸায়ক মোক্তারুল ইসলাম বাবুকে মর্ডাণ মোড় এলাকায় কুপিয়ে আহত করা হয়। এ হামলার অভিযোগ উঠে তাজহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন ও ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে ৯টায় মডার্ণ মোড়ে যুবলীগ নেতা বাবু’র সমর্থকদের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা রাব্বি’র সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় আমজাদ হোসেন, আখতারুজ্জামান, আলতাব হোসেনসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কোন নেতাই চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনা স্বীকার করেননি।
তাজহাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাতে থানায় ছাত্রলীগের রাব্বি হোসেন বাদি জয়ে মামলা করলে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights