রংপুরে মেলা বন্ধের দাবিতে অর্ধদিবস দোকানপাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে শিল্প-বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বৃহস্পতিবার দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। এতে সংহতি প্রকাশ করতে ঢাকা থেকে ছুটে এসেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। অবিলম্বে মেলা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণার হুমকি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে ১ ফেব্রুয়ারি মেলা উদ্বোধনের কথা থাকলেও ব্যবসায়ীদের তোপের মুখে তারিখ পরিবর্তন করা হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরের নভেম্বর মাসে রংপুর ক্রিকেট গার্ডের মাঠে শিল্প ও বাণিজ্য মেলা করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এর দু’ মাস অন্তর রংপুর পুলিশ লাইন্স মাঠে আবারও শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গেল বছর জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় মন্দ দেখা দিয়েছিল। এতে করে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীরা প্রতিষ্ঠান চালাতে পারছে না।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রংপুর নগরীর দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালন করে। মোড় মোড়ে দোকান মালিক সমিতির নেতাকর্মীরা অবস্থান নিয়ে সকল দোকানপাট বন্ধ রাখেন।
সুপার মার্কেটের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর লিটন পারভেজ, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, তথ্য সম্পাদক নজরুল ইসলাম রাজুসহ অন্যরা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, শিল্প ও বাণিজ্য মেলার নাম করে রংপুরে অপরিকল্পিতভাবে ঘন ঘন মেলার প্রতিবাদ জানিয়ে আসছে জেলা ও মহানগর দোকান মালিক সমিতি। মেলার নামে জুয়ার আসর বসানো, মধ্যরাত পর্যন্ত কেনা-বেচা করা হয়। অথচ আমরা রাত ৮টা বাজলেই দোকানপাট বন্ধ করে দেই।