রংপুর জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে রংপুর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপলের নেতৃত্বে এ শোভাযাত্রায় বিভিন্ন উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।