রংপুর জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১০ মার্চ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়েনের ২০২৪-২০২৬ অর্থবছরের ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির তৃতীয় সভা বৃহস্পতিবার দুপুরে ইউনিয়েনের প্রধান কার্যালয় কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচন পরিচালনা কমিটির অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ মার্চ কার্যকরী পরিষদের কর্মকর্তা ও সদস্যগণের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম.এ মজিদের হাতে নির্বাচনী তফসিল তুলে দেওয়া হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, সদস্য ফারুক হোসেন, তসলিম মিয়া, আজাদ মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights