রংপুর-৩ আসনে জাপার নির্বাচন পরিচালনা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক রংপুর
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী জাপা চেয়ারম্যান জিএম কাদের। তিনি এখনও নির্বাচনি এলাকায় না এলেও তার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর জেলা কমিটির আহ্বায়ক, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরকে আহ্বায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাককে সদস্য সচিব মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
এদিকে বুধবার রাত থেকে লাঙল মার্কার প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে নির্বাচনী গণ-সংযোগ শুরু করেছেন রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস.এম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।