রমেক অধ্যক্ষকে অপসারণের দাবিতে বুধবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে বুধবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা। সেই সাথে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করেছেন তারা। রবিবার দুপুরে অধ্যক্ষের অপসারণের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শরিফুল ইসলাম মন্ডল। রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসথেকে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে একটি বিক্ষোভ মিছিল শেষে তিনি অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি ঘোষণা করেন।

ডাঃ শরিফুল ইসলাম মন্ডল বলেন, যদি শান্তিপূর্ণ আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যক্ষ মাহফুজার রহমানকে কলেজ থেকে অপসারিত না করলে মঙ্গলবার চিকিৎসকরাহাসপাতালে ২ ঘণ্টা ইনডোর ও আউটডোর সেবা রাখবে। সেই সাথে আগামী বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনকরা হবে। এরপরেও অধ্যক্ষ অপসারিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights