রমেক হাসপাতালে ১৮ দিনেও কাজে যোগ দেননি নতুন পরিচালক
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিকেল কলেজের (রমেক) হাসপাতালের পরিচালক বদলি করা হয়েছে প্রায় এক মাস আগে। নতুন একজন পরিচালককে নিয়োগ দেওয়া হলেও ১৮ দিনেও তিনি কর্মস্থলে যোগ দেননি। ফলে হাসপাতালটি অভিভাবকহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে চেইন অব কমান্ড। ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ কর্ম। হাসপাতালে কর্মরত প্রায় দুই হাজার কর্মকর্তা-কর্মচারী বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে সার্ভার জটিলতায় বেতন দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বেতন দেওয়া শুরু হয়েছে।
জানা গেছে, গত ১২ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মজিদুল ইসলাম। একই সঙ্গে এই দুই কর্মকর্তাকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের বদলি করার পরে হাসপাতালটি মূলত অভিভাবক হয়ে পড়ে। ডা. মো. জাফরুল হোসেনকে গত ২২ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে নিয়োগ করা হলেও অদ্যবধি তিনি যোগদান করেননি। ফলে হাসপাতালের চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রোগীদের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে।
এদিকে হাসপাতালে কর্মরত কর্মচারীরা গত আগস্ট মাসের বেতন এখন পর্যন্ত পাননি। এনিয়ে তাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
রমেক হাসপাতালের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান বলেন, নিয়োগপ্রাপ্ত পরিচালককে ফোন করা হয়েছে। তিনি দ্রুত যোগদান করবেন। বেতন প্রসঙ্গে তিনি বলেন, সার্ভার জটিলতায় বেতন দেওয়া নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল। তবে সোমবার থেকে বেতন দেওয়া শুরু হয়েছে।