রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৬৮৩ মামলা
অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে দুই হাজার ৬৮৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ও শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত দুই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলার পাশাপাশি ৩৪টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।