রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
ঢাবি প্রতিনিধি
রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স ৫০ হতে পারে।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজারীবাগ থানাধীন রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে ১৪৬নং বাড়ির নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
ওই ভবনের কেয়ারটেকার মোহাম্মদ জসিম বলেন, নির্মাণাধীন আটতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় সকাল নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।