রাজধানীতে মুষলধারে বৃষ্টি, চলাচলে ভোগান্তি

অনলাইন ডেস্ক

রাজধানীতে বিভিন্ন জায়গায় থেমে থেমে প্রায়ই সারাদিন বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। তবে রাজধানী ছাড়াও বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

মুষলধারে বৃষ্টিপাতে রাজধানীর অনেক নিচু এলাকাগুলোতে পানি জমে গেছে। এতে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন রাতে ঘরমুখী লোকজন। অনেকেই ফেসবুকে শেয়ার করেছেন তাদের ভোগান্তির কথা।

এমনকি বৃষ্টির কারণে কর্মস্থল থেকে অনেকে সময়মতো বের হতেও পারেননি। রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে, আবহাওয়াবিদদের দেওয়া তথ্যানুযায়ী, আগামীকাল শুক্রবারও ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। শনিবার থেকে সারাদেশেই বৃষ্টি কমতে শুরু করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights