রাজধানীর জিগাতলায় বাসে আগুন
অনলাইন ডেস্ক
দুই ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তৃতীয় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির জিগাতলায় এই বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বনানী ও পুরান ঢাকার তাঁতীবাজারে দুটি বাসে আগুন দেওয়া হয়।
অপরদিকে রাত ৯টার দিকে রাজধানীর রাসেল স্কয়ারের কাছে ময়লার ডিপোতে একটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি।