রাজধানীর ডেমরা থেকে পিস্তলসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।

নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল ইসলাম অভি ও মো. রাকিব।

ডেমরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডেমরা থানার নড়াইবাগ কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights