রাজবাড়ীতে অস্ত্রসহ দুইজন গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে থানার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়ের পর গ্রেফতার দেখায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মিন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২১) ও ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে আশরাফ শেখ (৪২)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড করতেন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।