রাজবাড়ীতে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৫ শিল্পী

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন জেলার ১৫ গুণী শিল্পী। রবিবার বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা মিলনায়তনে এই শিল্পীদের হাতে উত্তরীয়, পদক, সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে শিল্পীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

জেলা কারচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান, ২০১৯ সালের সম্মাননা পেয়েছেন গোলাম মওলা (নাট্যকলা), ডা. সুনীল কুমার বিশ্বাস ( সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), ননী গোপাল বিশ্বাস (কণ্ঠ সংগীত), মো. শামসুল উদ্দীন বিশ্বাস (যাত্রাশিল্পী), শ্রাবনী গুহ জয়া (নৃত্যকলা)।
২০২০ সালে স্বদেশ নাট্যাঙ্গন ( সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), মো. ওলিউল হাসান (নাট্যকলা), শেখর রায় (যাত্রা শিল্প), উত্তম কুমার গোস্বামী ( কণ্ঠ সংগীত), মো. আজমল হোসেন (লোক সংস্কৃতি)।

২০২১ সালে নির্মল কুমার চক্রবর্তী (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন), লিটু করিম (নাট্যকলা), অপূর্ব সাহা দ্বিজেন (আবৃত্তি), জান্নাতুল ফেরদৌস মিমি (কণ্ঠ সংগীত) ও বিশ্বজিৎ বিশ্বাস (যন্ত্র সংগীত)।

সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights