রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত না থাকার দায়ে জিয়াউর রহমান ও সিদ্দিকুর রহমান নামে দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন। রায় প্রদানের সময় মূল আসামি আলম শেখ আদালতে উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. উজির আলী শেখ মৃত্যুদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আলম শেখ জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃত করিম শেখের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, পরিবারিক বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৩ মে নিজের স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর আলম শেখ পালিয়ে যায়। এ ঘটনার নিহতের ভাই আব্দুল হামিদ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনের স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদলত এই রায় দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ বলেন, এই মামলায় আমরা সন্তুষ্ট হয়েছি।