রাজশাহীতে আওয়ামী লীগের বিজয় র্যালি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে রাজশাহীতে বিজয় র্যালি করেছে মহানগর আওয়ামী লীগ।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বের হওয়া এই র্যালিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মহানগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ে সামনে থেকে বিজয় র্যালিটি বের করা হয়। বিজয় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগে সহ-সভাপতি শাহীন আকতার রেণী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবলু, তবিবুর রহমান শেখ।