রাবিতে মহান বিজয় দিবস উদযাপন

রাবি প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীনের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ খান।

সভায় আরও বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

এ দিন দিবসটি উপলক্ষ্যে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চব্বিশের ছাত্র আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শনী হয়।

এছাড়া, শহিদ মিনার মুক্তমঞ্চ ও টিএসসিসি মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এতে জোটের সংগঠনগুলো নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights