রাবির বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নাম মুছে দিলো শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় মুজিব পরিবারের নাম মুছে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ৯টার দিকে জোহা চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে প্রথমে শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪’ নামকরণ করেন তারা।

এদিকে, ফজিলাতুন্নেছা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল এন্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন। এ ছাড়া ক্যাম্পাসজুড়ে থাকা মুজিব পরিবারের নামে গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র-জনতা।

এ সময় শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতিমা আল ফাহরিয়া ও কামরুজ্জামান হলের নাম পরিবর্তন করে শহীদ আলি রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন নেসা চৌধুরানী, শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ শহীদ রিয়া গোপ নামকরণ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্টের নামের কোনো চিহ্ন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে না। খুনি হাসিনার ঠাঁই এদেশে হবে না। শহিদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই সংগ্রাম চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে প্রশাসনের কোনো সিদ্ধান্ত হয়নি। সিন্ডিকেটে কোনো সিদ্ধান্ত হলেই কেবল নাম পরিবর্তন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights