রাবির শিক্ষক সমিতি ও অথরিটি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরুঙ্কুশ জয়
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক সমিতি ও অথরিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সিন্ডিকেট ও শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিত হলুদ প্যানেল নিরুঙ্কুশ জয় পেয়েছে। তবে ডিন নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা প্যানেলের ছয়জন এবং হলুদ প্যানেলের ছয়জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম ও শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক সৈয়দ এম এ ছালামের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপউপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, এটা বিশ্বিবদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখবেন এটাই প্রত্যাশা।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুসারে, এ বছর নির্বাচনে শিক্ষক সমিতি, সিন্ডিকেট এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সকল পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধে চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ প্যানেলের প্রার্থীরা। তবে ডিন নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে হলুদ প্যানেল থেকে ছয় প্রার্থী, বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম তথা সাদা প্যানেল থেকে চারজন প্রার্থী ও স্বতন্ত্র (বিএনপিপন্থী) থেকে দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, এ বছর ২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৮ নভেম্বর মনোনয়ন উত্তোলনের শেষ সময় ছিল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯৬৪ জন।
অথরিটি নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত সিন্ডিকেট সদস্যরা হলেন-প্রাধ্যক্ষ পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হক টুটুল, অধ্যাপক পদে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক হাসান আহমেদ, সহযোগী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. খালিদ বিন ফেরদৌস, সহকারী অধ্যাপক পদে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম, প্রভাষক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রিজু খন্দকার লিয়ন।
নির্বাচিত আওয়ামীপন্থী ডিন হলেন-সামাজিক বিজ্ঞান অনুষদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম একরাম উল্যাহ, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক নাসিমা আকতার, ব্যবসা অনুষদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক কামরুজ্জামান, আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক আ ন ম ওয়াহিদ, ভূবিজ্ঞান অনুষদে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিমল কুমার প্রামানিক এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কালাম ফজলুল হক।
এদিকে, বিএনপিপন্থী প্যানেল থেকে ডিন নির্বাচিত হয়েছেন কলা অনুষদে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হেলাল হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদে অধ্যাপক খন্দকার মোজাফফর হোসেন, ফিশারীজ অনুষদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল, জীববিজ্ঞান অনুষদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম মর্তুজা। এছাড়া চারুকলা অনুষদে স্বতন্ত্র প্রার্থী (বিএনপিপন্থী) অধ্যাপক মোহাম্মদ আলী ও কৃষি অনুষদ স্বতন্ত্র প্রার্থী (বিএনপিপন্থী) এগ্রোনমী বিভাগের অধ্যাপক আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন।
শিক্ষক সমিতি নির্বাচিত প্রার্থীরা হলেন-সভাপতি পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকার, সহ-সভাপতি ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ টি এম কামরুল হাসান, কোষাধ্যক্ষ ইনফরমেশন সাযে়ন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক পার্থ বিপ্লব রায়, যুগ্ম সম্পাদক লোক প্রশাসন বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার এবং সদস্য হলেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এ এইচ এম হেদাযে়তুল ইসলাম, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুযে়জের সহকারী অধ্যাপক শারমিন আখতার, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার, ফার্মেসি বিভাগের অধ্যাপক আব্দুল কাদের, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজির আহম্মদ তুষার, ফলিত গণিত বিভাগের অধ্যাপক আলী আকবর সদস্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এ এইচ এম তাহমিদুর রহমান, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক মেসবাউস সালেহীন ও গণিত বিভাগের অধ্যাপক সাজুয়ার রায়হান।