রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সাড়ে তিন লক্ষাধিক

রাবি প্রতিনিধি

২০২৩-২৪ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। প্রতিটি ৫৫ টাকা হিসেবে ৩ লাখ ৫৬ হাজার ৫০০ আবেদনে ১ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫০০ টাকা আয় হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো আবেদনের হিসেব থেকে এ তথ্য জানা গেছে।

দপ্তরের তথ্যমতে, ১৭ জানুয়ারি পর্যন্ত তিন ইউনিটে প্রাথমিক আবেদন পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০। এর মধ্যে এ ইউনিট ১ লাখ ৩০ হাজার, বি ইউনিট ৮৮ হাজার ৩০০ ও সি ইউনিটে ১ লাখ ৩৮ হাজার ২০০টি। তবে এ সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে।

জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা আগামী ৫-৭ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছুদের প্রাথমিক ও চূড়ান্ত ধাপে আবেদন করতে হবে। ফলে ৮-১৭ জানুয়ারি পর্যন্ত ৫৫ টাকা মূল্যে সাড়ে তিন লক্ষাধিক ফরম বিক্রি হয়। এই আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২৬ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চারধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে তিন ইউনিটে ৭২ হাজার করে ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন। এ ও সি ইউনিটে চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ৩৫০ টাকা এবং বি ইউনিটে ১ হাজার ১০০ টাকা।
এ বছরও বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান থাকবে ১০০। ন্যূনতম পাশ নম্বর ৪০ এবং ৪ ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights