রাশিয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনের নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
রাশিয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনের নাগরিকের ১৬ বছরের কারাদণ্ড

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের এক বাসিন্দাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। মস্কোর নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, দক্ষিণ রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরের একটি সামরিক আদালতে এই সাজা দেওয়া হয়।

প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত ব্যক্তি রাশিয়ার সশস্ত্র বাহিনীর সংক্রান্ত তথ্য কিয়েভের নিরাপত্তা সংস্থার কাছে সরবরাহ করেছিলেন। এফএসবি আরও জানায়, অভিযুক্তকে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা এবং বিস্ফোরক বহন ও ব্যবহারের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাকে সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত কারাগারে সাজা কাটানোর নির্দেশ দিয়েছে।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে এফএসবি কর্মকর্তাদের একটি গাড়ি থামিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে দেখা যায়। ভিডিওতে তাকে মাটিতে ফেলে হাতকড়া পরানো এবং পরে স্থানীয় নিরাপত্তা সংস্থার কার্যালয়ে নিয়ে যেতে দেখা যায়।

অভিযুক্ত ব্যক্তির মুখ ঝাপসা করে দেখানো হয়েছে। ভিডিওতে তিনি স্বীকার করেন, ২০১৬ সালে তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ দ্বারা নিয়োগপ্রাপ্ত হন। রাশিয়া প্রায়ই গ্রেফতারের পর এফএসবি কর্তৃক ধারণ করা ‘স্বীকারোক্তিমূলক ভিডিও’ প্রকাশ করে।

মস্কো ইউক্রেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কঠোর শাস্তি দিয়ে থাকে এবং অভিযুক্ত ইউক্রেনীয় নাগরিকদের রাশিয়া ও দখলকৃত অঞ্চলে কারাদণ্ডে দণ্ডিত করছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রায় তিন বছর ধরে চলছে। এই সংঘাতের মধ্যে দুই দেশের মধ্যে গোয়েন্দা কার্যক্রম ও পাল্টা অভিযানের ঘটনা প্রায়শ ঘটে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights