রাশিয়ার আরেক জেনারেল গ্রেফতার

অনলাইন ডেস্ক

আরও একজন জেনারেলকে গ্রেফতার করেছে রাশিয়া। তার নাম লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিন। তিনি রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফ বিভাগের উপপ্রধান। তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এক মাসের মধ্যে চারজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করল রুশ কর্তৃপক্ষ।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, একটি সামরিক আদালত বুধবার শামারিনকে গ্রেফতারের আদেশ দেয়। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যোগাযোগ অধিদফতরের প্রধানও ছিলেন।

সাজা অনুসারে তাকে দুই মাস কারাগারে থাকতে হবে।
লাভজনক সামরিক চুক্তিতে দুর্নীতি বন্ধ করার প্রয়াসের অংশ হিসেবে অন্যান্য শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের গ্রেফতারের পর শামারিনকে গ্রেফতার করা হল।

এর আগে এ মাসের শুরুতে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের একজন সাবেক শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আইভান পোপোভকে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনশক্তি অধিদফতরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউরি কুজনেটসবকে।

এপ্রিলে গ্রেফতার করা হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ সহযোগী উপ-প্রতিরক্ষামন্ত্রী টিমুর আইভানোভকে।

পরে শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন নতুন করে ক্ষমতায় আসীন হওয়ার পরই সরিয়ে দেন তাকে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “দুর্নীতির বিরুদ্ধে চলমান উদ্যোগ অব্যাহত থাকবে। এটা কোনও অভিযান নয়। এটা আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর স্বাভাবিক কার্যক্রমের অংশ।”সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights