রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, ব্রিটেনে অভিযুক্ত পাঁচ বুলগেরিয়ান

অনলাইন ডেস্ক

ব্রিটেনে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। আগামী মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করা হবে।

অভিযুক্ত ওই পাঁচজন হচ্ছেন- ওরলিন রুসেভ (৪৫), ক্যাট্রিন ইভানোভা (৩১), আইভ্যান স্তোয়ানোভ (৩১), বিজের দিঝাম্বাজোভ (৪১) এবং ভানিয়া গ্যাবেরোভা (২৯)।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে তাদের বিচার হবে। তারা সকলেই বুলগেরিয়ার নাগরিক। ২০২০ সালের আগস্ট মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা রাশিয়ার কাছে তথ্য পাচার করেছে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights