রাশিয়া ড্রোন সেন্টার হওয়া উচিত: পুতিন
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ড্রোন তৈরির জন্য রাশিয়ার একটি ব্যবস্থা প্রস্তুত করা উচিত। মস্কো ‘প্রযুক্তি ও দক্ষতার উৎস’ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ান বাহিনী ইরান থেকে কেনা ড্রোনসহ ইউক্রেনে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে। এরমধ্যে পুতিন এই মন্তব্য করলেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ার কারণে বিদেশি কোম্পানিগুলো লস করছে। তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যবসা সম্প্রসারণের ‘ব্যাপক’ সম্ভাবনা আছে। বিদেশি ব্যবসা প্রস্থান করায় রাশিয়া হারিয়ে যায়নি।
এদিকে, বুধবার যুক্তরাজ্য সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতিও পেয়েছেন তিনি। যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনের যুদ্ধবিমান চালকদের উন্নত ন্যাটো যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটাকে পশ্চিমা সামরিক সহায়তা বৃদ্ধির বড় ধরনের প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জেলেনস্কির এটা দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। ইউরোপিয়ান ইউনিয়নের এক কূটনীতিক বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের এক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিনি ব্রাসেলস সফর করেন।
যুক্তরাজ্য সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, ইউক্রেনের সাহায্যে যারা শুরুতেই এগিয়ে এসেছে, তাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য। আজ আমি লন্ডনে এসেছি ব্যক্তিগতভাবে ব্রিটিশ জনগণকে ও প্রধানমন্ত্রী ঋষি সুনাককে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে।