রাশিয়া ন্যাটোকে আক্রমণ করবে না: পুতিন

অনলাইন ডেস্ক

উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর কোনো দেশ নিয়ে রাশিয়ার কোনো পরিকল্পনা নেই। রাশিয়া পোল্যান্ড, বাল্টিক দেশগুলো বা চেক রিপাবলিকে আক্রমণ করবে না। এসব কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে পুতিন বলেছেন, ‘পশ্চিমা দেশগুলো ইউক্রেনে এফ-১৬ জঙ্গি বিমান পাঠালে রাশিয়ার বাহিনী তা গুলি করে ভূপাতিত করবে। তা মস্কোর বৈধ লক্ষ্যে পরিণত হবে।’

গতকাল বুধবার রুশ বিমান বাহিনীর পাইলটদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
পুতিন বলেছেন, ‘১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো পূর্বে রাশিয়ার দিকে সম্প্রসারিত হয়েছে। কিন্তু কোনো ন্যাটো দেশে আক্রমণ চালানোর কোনো পরিকল্পনা মস্কোর নেই।’ তিনি আরো বলেন, ‘এসব রাষ্ট্রের প্রতি আমাদের কোনো আক্রমণাত্মক অভিলাষ নেই। আমরা আরও কিছু দেশে আক্রমণ করতে পারি এমন ধারণায় পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রগুলোর বাসিন্দারা ও চেকরাও ভয়ে আছে, কিন্তু এসব সম্পূর্ণ বাজে কথা, অর্থহীন প্রলাপ।’

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমারা। এ বিষয়ে প্রশ্নের উত্তরে পুতিন বলেন, এসব বিমান ইউক্রেনের পরিস্থিতি পাল্টাতে পারবে না। পুতিনের ভাষায়, ‘যদি তারা এফ-১৬ সরবরাহ করে আর তারা এ নিয়ে কথা বলছে, সম্ভবত পাইলটদেরও প্রশিক্ষণ দেবে; এগুলোতে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টাবে না। আজ যেমন আমরা ট্যাঙ্ক, সাঁজোয়াযান ও মাল্টিপল রকেট লঞ্চারসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করছি তেমনি এসব আকাশযানগুলোও ধ্বংস করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights