রাশিয়া-যুক্তরাষ্ট্রের হটলাইন বন্ধ

অনলাইন ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে মস্কোর রাষ্ট্রনেতাদের মধ্যকার হটলাইন (ফোনে সরাসরি যোগাযোগের মাধ্যম) এখন আর চালু নেই।

পরমাণু উত্তেজনা বৃদ্ধির মাঝে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বুধবার এই তথ্য জানান।

স্নায়ুযুদ্ধকালে ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (এখন রাশিয়া) রাষ্ট্রনেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য এই হটলাইন চালু করা হয়েছিল।

পরের বছরের ৩০ আগস্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা প্রথমবার এতে কথা বলেন। পরবর্তী সময়েও বিভিন্ন সময় এ হটলাইন সক্রিয় থাকার কথা জানা যায়।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, “না, এখন দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বিশেষ ও আরও সুরক্ষিত যোগাযোগমাধ্যম চালু আছে। এতে ভিডিও কনফারেন্সে কথা বলার সুযোগ রয়েছে।”

ক্রেমলিনের দাফতরিক ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সর্বশেষ ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে কথা বলেছেন। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights