রিকেলটনের ডাবল সেঞ্চুরিতে প্রোটিয়াদের রানের পাহাড়

অনলাইন ডেস্ক

কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ডাবল সেঞ্চুরি করে প্রোটিয়াদের নয় বছরের আক্ষেপ ঘুচিয়েছেন রায়ান রিকেলটন। টেস্টে নয় বছর পর কোনো প্রোটিয়া ব্যাটার ডাবল সেঞ্চুরি করলেন। সেঞ্চুরি তুলে নিয়েছেন কাইল ভেরেইনা, শেষদিকে ফিফটি করেছেন মার্কো ইয়ানসেনও। সবমিলিয়ে ৬১৫ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের বিপক্ষে কেপটাউনে এই টেস্ট দিয়ে ক্যারিয়ারে ১০ম টেস্ট খেলছেন রায়ান রিকেলটন। এর আগে মাত্র একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি। যেখানে ১০১ রান করে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই টপ অর্ডার ব্যাটার। তবে, কেপটাউনে ক্যারিয়ারের ১০ম টেস্টে সেরা ইনিংস উপহার দিয়েছেন তিনি।

রায়ান রিকেলটন আগেরদিনই সেঞ্চুরি করেছিলেন। টেম্বা বাভুমার সঙ্গে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনই ইঙ্গিত দিয়েছিলেন বিশাল স্কোরের দিকে এগুচ্ছে প্রোটিয়ারা। ১০৬ রান করে বাভুমা আউট হয়ে গেলেও রায়ান রিকেলটন ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলেন। শেষ পর্যন্ত ২৫৯ রানে গিয়ে মির হামজার বলে মোহাম্মদ আব্বাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

৬০৭ মিনিট ব্যাট করে ৩৪৩ বলে ২৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় সাজানো ছিল তার রান। শুধু রায়ান রিকেলটন আর টেম্বা বাভুমা নন, সেঞ্চুরি করেছেন আরও একজন। তিনি কাইল ভেরাইনি। ১৪৭ বলে সেঞ্চুরি করেই (১০০ রানে) আউট হয়ে যান তিনি।

ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন মার্কো ইয়ানসেন। ৫৪ বলে ৬২ রান করেন তিনি। ৮টি বাউন্ডারি ও তিনটি ছক্কার মারেন তিনি। কেশভ মাহারাজও ভালো ব্যাট করেন। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। চারটি বাউন্ডারি মারলেন তিনি, সঙ্গে দুইটি ছক্কার মারও ছিল। শেষ পর্যন্ত ৬১৫ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও সালমান আগা। দুইটি করে উইকেট নেন মির হামজা ও খুররাম শাহজাদ।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ২০ রানেই তিন উইকেট হারিয়ে বসেছে তারা। শান মাসুদ দুই রানে, কামরান গুলাম ১২ এবং সউদ শাকিল আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষ হয়েছে পাকিস্তানের তিন উইকেটে ৬৪ রান নিয়ে। ৩১ রানে বাবর আজম ও নয় রানে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান। এখনও ৫৫১ রান পিছিয়ে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights