রেকর্ড দামে বিক্রি হল প্রিন্সেস ডায়ানার পোশাক

অনলাইন ডেস্ক
রেকর্ড দামে নিলামে বিক্রি হল প্রিন্সেস ডায়ানার একটি পোশাক। এটির দাম উঠেছে ১ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কালো ও নীল রঙের ব্যালেরিনা লেন্থের ওই পোশাকটি প্রিন্সেস ডায়ানা প্রথম ১৯৮৫ সালে ফ্লোরেন্সের একটি অনুষ্ঠানে পরেছিলেন।

এই পোশাকটির ডিজাইন করেছিলেন মরক্কো বংশোদ্ভূত ডিজাইনার জ্যাকস আজাগুরি। পরের বছর কানাডা সফরে ওই পোশাকটি পরেন ডায়ানা।
পোশাকটি লস অ্যাঞ্জেলেস ভিত্তিক জুলিয়েন্স অকশনে পোশাকটি বিক্রি হয়। দুই লাখ মার্কিন ডলার ভিত্তি মূল্য ধরা পোশাকটি ম্যাচিং আনুষঙ্গিকসহ পোশাকটি ১১ লাখ ৪৮ হাজার ৮০ মার্কিন ডলারে বিক্রি হয়।

এটিই এখন নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া প্রিন্সেস ডায়ানার পোশাক। এর আগের রেকর্ডটি ছিল ৬ লাখ ৪৮ হাজার ডলার। নিলামকারীর মতে ব্যালেরিনা স্কার্টটিকে ‘ডায়ানার নাচের প্রতি সম্মতি এবং তাকে ইংলিশ ন্যাশনাল ব্যালে-এর পৃষ্ঠপোষক’ হিসাবে বিবেচনা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights