লক্ষ্মীপুরে বর্ণাঢ্য রথযাত্রা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রথযাত্রা উপলক্ষে শহরের ইসকন মন্দিরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়।

বিকালে মন্দির থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে আলোচনা সভায় লক্ষ্মীপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ্মাচারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনপুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক। রথযাত্রায় শাড়ি, ধুতি, পাঞ্জাবী, ফতুয়াসহ নানা রঙের পোশাকে সেজে অংশগ্রহণ করে নানা বয়সীর পূণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights