লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা
অনলাইন প্রতিবেদক
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল চলমান থাকায় ক্যালিফোর্নিয়ার প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদদের ‘অযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, তারা জানে না কীভাবে আগুন নেভাতে হয়।
ট্রাম্প আরও বলেন, এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি। তারা দাবানল নেভাতে পারছে না। কি সমস্যা তাদের?
ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৬ জন মারা গেছেন। ১.৫ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন এবং ধ্বংস হয়েছে ১২,০০০ এর বেশি স্থাপনা। দাবানল সবচেয়ে বেশি আঘাত হেনেছে প্যাসিফিক প্যালিসেডস এলাকায়, যেখানে পানির অভাব আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করেছে।
দাবানল মোকাবিলায় ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজমের প্রশাসনের প্রস্তুতিকে ব্যর্থ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, হাজার হাজার সুন্দর বাড়ি ধ্বংস হয়ে গেছে, আরও অনেক শীঘ্রই হারিয়ে যাবে। চারপাশে কেবল মৃত্যু।
অন্যদিকে, গভর্নর নিউজম ট্রাম্পকে লস অ্যাঞ্জেলেসে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ সরাসরি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।
অগ্নিনির্বাপণকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আকাশ থেকে নির্ভুলভাবে পানি ফেলার পাশাপাশি দাবানলের বিস্তার ঠেকাতে কাজ করছেন তারা। তবে প্যালিসেডস ফায়ার এখনও অগ্রসর হচ্ছে। এটি এখন গেটি সেন্টার আর্ট মিউজিয়ামের অমূল্য সংগ্রহ এবং সান ফার্নান্দো ভ্যালির ঘনবসতিপূর্ণ এলাকার দিকে এগোচ্ছে।