লাইমারকে দলে ভিড়িয়ে মাঝমাঠের শক্তি বাড়াল বায়ার্ন মিউনিখ

নিজস্ব প্রতিবেদক

মাঝমাঠে শক্তি বাড়াল বায়ার্ন মিউনিখ। চার বছরের চুক্তিতে লাইপজিগ থেকে জার্মান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়েছেন মিডফিল্ডার কনরাড লাইমার।

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শুক্রবার (০৯ জুন) বিষয়টি জানায় বায়ার্ন। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে এই অস্ট্রিয়ানকে দলে টানল মিউনিখের ক্লাবটি।

চলতি মাসের শুরুতে জার্মান কাপ জয়ের পরই ২৬ বছর বয়সী লাইমার জানিয়ে দেন, মৌসুম শেষে ঠিকানা পরিবর্তন করবেন তিনি। লাইপজিগের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯০টি ম্যাচ খেলেছেন লাইমার, গোল করেছেন ১৫টি।
অস্ট্রিয়া জাতীয় দলের হয় লাইমারের অভিষেক ২০১৯ সালে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ২৬টি।
২০২২-২৩ মৌসুমে শেষ রাউন্ডের নাটকীয়তার পর গোল পার্থক্যে এগিয়ে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। তৃতীয় স্থান অর্জন করে লাইপজিগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights