লাউয়াছড়ায় গাছ পরে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনে গাছ পরে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া বন অতিক্রম করছিল। গাছ পড়ায় উদয়ন ট্রেনের ইঞ্জিন ও দুটি বগী লাইনচ্যুত হয়ে যায়। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। সকালে উদ্ধারকারী দল এসে পড়ে যাওয়া ইঞ্জিন ও বগী তোলার কাজ করছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী দল এসে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights